পোল্যান্ডে উচ্চশিক্ষাঃ নিজেই করুন নিজের আবেদন

উচ্চ শিক্ষায় পাড়ি জমাতে আমাদের সামনে আসে অনেক উদাহণ ও বিশ্বে অনেক দেশেই যাবার সুযোগ। আমদের অধিকাংশের চিন্তা ঘোরে আমেরিকা কিম্বা আরও কয়েকটি দেশ ঘিরে। আজ আপনাদের সামনে নিয়ে আসছি ইউরোপের একটি সুন্দর দেশের বর্ণনা নিয়ে এবং সে দেশে আবেদন থেকে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে। আজ আপনাদের সামনে তুলে ধরবো পোল্যান্ডের কথা। তাহলে আর কি? দেরি না করে আসুন এখনি শুরু করে দেই পোল্যান্ডে উচ্চশিক্ষার হাল হকিকত- যাতে করে আপনি নিজেই করতে পারেন নিজের আবেদন।

Study in Poland
Image Source: pixabay.

পোল্যান্ড পরিচিতিঃ

পোল্যান্ডের রাজধানী ওয়ার্শ, ভাষা পোলিস আর মুদ্রা পোলিশ জোল্টি। মধ্য ইউরোপের ৩, ১২, ৬৯৬ বর্গ কিলোমিটারের এই দেশে বসবাস করে ৩ কোটি ৮৫ লক্ষ লোক। অর্থনৈতিক বিচারের নিক্তিতে দেখলে এই দেশের জিডিপি হল ৬০৭ বিলিয়ন মার্কিন ডলার। পোল্যান্ডের তাপমাত্রা গ্রীষ্মকালে ২৫ থেকে ৩৫ ডিগ্রী থাকে আর শীতে শূন্য ডিগ্রীর নীচে নেমে যায়।

কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

বর্তমান পোল্যান্ড সরকার International Student-দের জন্য খুলে দিয়েছে উচ্চশিক্ষা সহ নিজেকে বিকশিত করার এক অপার সুযোগ। এই দেশে রয়েছে শত বছর পুরনো বিশ্বমানের ১০০টিরও বেশি  বিশ্ববিদ্যালয়- আর এই সকল বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিভিন্ন ফিল্ডে পড়াশুনা করার বহু কোর্স। হ্যাঁ, অবশ্যই এই সকল বিশ্ববিদ্যালয়ে পোলিশ সহ ইংরেজী মিডিয়ামের কোর্স অফার করা হয়ে থাকে। এই দেশে ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, মিউজিক, ফরেস্ট্রি, থিওলোজী, অর্থনীতি, ব্যবসায় শিক্ষা, আর্ট ও এডুকেশন, আরকিওলোজী, ফিল্ম ইত্যাদিসহ বহু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ঘেটে তা দেখে নিবেন আর আপনার পছন্দের বিষয় বেছে নেবেন। এই দেশে নার্সিং কোর্সের বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং নার্সিং পড়াশুনা খুবই জনপ্রিয় আর চাকুরীর বাজারে অপার সুযোগ থাকায় বহু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন এই দেশে নার্সিং নিয়ে পড়াশুনা করে থাকে।

এই দেশে পড়াশুনা করার জন্য কিছু জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম নিচে দেওয়া হলঃ

১। Academy of Business in Dąbrowa Górnicza

২। Adam Mickiewicz University in Poznań

৩। AGH University of Science and Technology

৪। Cardinal Stefan Wyszyński University in Warsaw

৫। Collegium Civitas

৬। Cracow University of Economics

৭।  Cracow University of Technology

৮। Czestochowa University of Technology

৯।  Gdansk University of Technology

১০। Graduate School for Social Research (GSSR)

১১। Jagiellonian University in Kraków

১২। Kielce University of Technology

১৩। Koszalin University of Technology

১৪। Kozminski University

১৫। Lazarski University

Study in Poland
Image Source: Internet

ভাষাগত যোগ্যতা

এই দেশে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ইংরেজী ভাশার কোর্স রয়েছে। তাই ভিসা ও এডমিশনের জন্য অবশ্যই আপনাকে IELTS এ ৬.৫ (Reading and Writing এ ন্যূনতম ৬.০) পেতে হবে।

ভর্তির আবেদন প্রক্রিয়া ও সেমিস্টার

পোল্যান্ডে সাধারণত দুইটি সেমিস্টার হয়ে থাকে। উন্টার সেমিস্টার হয়ে থাকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি আর সামার সেমিস্টার হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে জুন।

ভর্তি আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হভিন্ন হয়ে থাকে। প্রথমেই আপনাকে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে আবেদনের শেষ তারিখ ও ক্লাশ শুরু হবার তারিখ দেখে নেওয়া ভালো। এই দেশে ব্যাচেলর, মাস্টার্স কিম্বা পিএইহডি সবকিছু পড়ার সুযোগ রয়েছে। ব্যাচেলর পড়তে কমপক্ষে এইচ, এস, সি ; মাস্টার্স পড়তে কমপক্ষে ব্যাচেলর আর পিএইচডি কোর্সে আবেদনের জন্য আপনার মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। আবেদন করার কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হলঃ

১। সকল সার্টিফিকেট ও মার্কশীট

২। এপ্লিকেশন ফি

৩। আইইএলটিএস স্কোর কপি (কমপক্ষে ৬.৫)

৪। আই ডি প্রুফ (এন,আই,ডি / জন্ম সনদ)

৫। এপ্লিকেশন ফর্ম ও ফটোগ্রাফ

৬। মাস্টার্সে আবেদনের জন্য, ব্যাচেলরের থিসিস  

 

কখনো কখনো বিশ্ববিদ্যালয় থেকে নোটারীকৃত ডকুমেন্ট চাওয়া হয় অথবা প্রাক্তন শিক্ষা প্রতষ্ঠান থেকে অফিসিয়ালি জারীকৃত সার্টিফিকেট প্রয়োজন পরে। তাই, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট পড়ে জেনে নেওয়া উচিত হবে। আবার কখনো কখনো বিশ্ববিদ্যালয় থেকে Aptitude Test নেওয়া হয় কিছু কিছু সাবজেক্টের জন্য। যেমনঃ মাস্টার্স অব আর্টস, ফিজিক্যাল এডুকেশন, মেডিকাল ইত্যাদি।

Students in Poland
Image Source: Internet

টিউশন ফি

এই দেশের টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় অনেক কম হয়ে থাকে। ব্যাচেলরের জন্য বছরে ২,০০০ ইউরো আর মাস্টার্সের জন্য প্রয়োজন পড়বে ৩,০০০ ইউরো।

আর্থিক স্বচ্ছলতার প্রমাণ

ব্যাংক সলভেন্সির জন্য আপনাকে নিজের বা পিতা-মাতা-ভাই-বোনের একাউন্টসে ১৫-২০ লক্ষ টাকা দেখাতে হবে। 

ভিসা আবেদন

পোল্যান্ডে ভিসার জন্য আপনাকে দিল্লী যেতে হবে কারণ বাংলাদেশে পোল্যান্ডের কোন এম্বেসী নেই। নিচে দিল্লী এম্বেসীর ঠিকানা বিস্তারিত দেওয়া হলঃ

Embassy of Poland
50-M, Shantipath, Chanakyapuri, New Delhi, Delhi 110021, India
Phone:+ 91 11 414 96 904, + 91 11 414 96 992, + 91 11 414 96 975
Email:  [email protected] (Consular Section)

Polish Visa Application Center

Shivaji Stadium Metro Station
Mezzanine Level, Baba Kharak Singh Marg
Connaught Place, New Delhi- 110001

Submission Timings: 09:00 – 16:30 (Monday – Friday)
Collection Timings: 09:00 – 16:30 (Monday – Friday)

For information:
Call +91 22 67866078 between 09:00 – 17:00 hours Monday-Friday
Email: [email protected]

পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা ফিঃ

ন্যাশানল ভিসা ফি৪৯০০ রুপি (আপনাকে ইন্ডিয়ান কারেন্সিতে পরিশোধ করতে হবে)

 

পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা প্রসেসিং সময়ঃ

এম্বেসীতে সাধারণত ১৪ দিন সময় নেয়। তবে এই সময় বাড়তে পারে। এটা পুরোটাই আপনার কেসের জটিলতার উপর নির্ভর করছে।

ভিসা আবেদনের ডকুমেন্ট চেকলিস্টঃ

১। পূরণকৃত আবেদন ফর্ম ও সাথে সংযুক্ত পাসপোর্ট সাইজের ছবি

২। পাসপোর্ট (৩ মাসের ভ্যালিডিটি থাকতে হবে)

৩। অফার লেটার

৪। সিভি বা জীবন বৃত্তান্ত

৫। সকল সার্টিফিকেট ও মার্কশীট

৬। আইইএলটিএস কপি

৭। ব্যাংক সলভেন্সি ডকুমেন্টস

৮। ভিসা এপ্লিকেশন পেমেন্ট ফি-এর কপি

৮। আবাসন ব্যবস্থার প্রমান কপি

৯। স্বাস্থ্য বীমার কপি

Life in Poland
Image Source: Internet

পার্ট টাইম জব এবং জীবন-যাপনের ব্যয়

পোল্যান্ডে ছাত্রদের পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে মাত্র ১০ ঘন্টা। সাধারণত স্টুডেন্টরা শপিং মল আর রেস্টুরেন্টে জব করে থাকে। তাই এই দেশে পোলিশ ভাষা জানা থাকলে আপনি চাকুরি পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ পাবেন। সামার ভ্যাকেশনে স্টুডেন্টদের ফুল টাইম চাকুরী করার সুযোগ রয়েছে।

পোল্যান্ডে সকল বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাবেন আপনি হোস্টেলের সুবিধা। এই দেশে হোস্টেল ফি বাবদ আপনার খরচ হবে কমপক্ষে ১০০ ইউরো প্রতি মাসে। এছাড়া, থাকা খাওয়া থেকে অন্যান্য খরচ আপনি চাইলে ৫০০-৬০০ ইউরোর মধ্যে মিটিইয়ে ফেলতে পারবেন।

স্থায়ী বসবাসের সুযোগ (পি,আর )

আপনি যদি পোল্যান্ডে পি,আর পান তাহলে ইউরোপের ২৭টি দেশে ভ্রমণের অনুমতি পাবেন। এছাড়া, পোল্যান্ডে পি,আর পাবার ৫ বছর পর আপনি এদেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। পোল্যান্ডের পাসপোর্ট পেলে আপনি ইউরোপ সহ কানাডা ও আমেরিকায় বসবাসের সুযোগ পাবেন। 

Life in Poland
Image Source: pixabay.com

তথ্যসুত্রঃ

আর্টিকেলটি শেয়ার করতে চাইলে

লেখক/লেখিকা পরিচিতিঃ

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments