চেক প্রজাতন্ত্রে উচ্চশিক্ষাঃ নিজেই করুন নিজের আবেদন

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ আপনাদের অনেকেরই চয়েসের প্রথম দিকে থাকে। ইউরোপের দেশ ও সংস্কৃতি অনেক উন্নত ও জ্ঞান অর্জনের জন্যও অনেক আকাঙ্ক্ষিত। ইউরোপের দেশে পড়তে যাবার ডেস্টিনেশনের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি চেক প্রজাতন্ত্র। তাই, কথা কম কাজ বেশি আদর্শে বিশ্বাসী আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়।

কেন চেক প্রজাতন্ত্রে পড়তে যাবেন?

মধ্য ইউরোপের এই দেশের রাজধানী প্রাগ, ভাষা চেক ও মুদ্রা করুনা। চেক প্রজাতন্ত্রের ৭৮,৮৬৬ বর্গ কিলোমিটার আয়তনে বসবাস করে প্রায় ১ কোটির কিছু বেশি লোক। এই দেশের মানুষের মাথাপিছু আয় ৩২, ৬২২ ডলার। আর ইউরোপের অনেক দেশের চেয়ে এই দেশে থাকা-খাওয়া বাবদ খরচ অনেক কম। এছাড়া এদেশে শিক্ষার পরিবেশ খুব ভাল। ইউরোপের অন্যতম পুরাতন বিশ্ববিদ্যালয়- চার্লস বিশ্ববিদ্যালয় প্রাগ শহরে অবস্থিত। চেক প্রজাতন্ত্রে ২৭ টি সরকারি ও ৪০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিউএস ইইচিএ ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০১৮ অনুযায়ী, বিশ্বের সেরা ৩০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৮টি বিশ্ববিদ্যালয় চেক প্রজাতন্ত্রের। 

এছাড়াও এই দেশের অন্যান্য কিছু নামকরা বিশ্ববিদ্যালয় হলঃ

Higher Study Abroad -Czech Republic
Image Source: pexels.com

চেক প্রজাতন্ত্রে পড়তে যাবার জন্য নূন্যতম যোগ্যতা

অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের মত এই দেশেও আবেদনের জন্য আপনাকে পূর্ব ধাপ শেষ করে আসতে হবে। অর্থাৎ, ব্যাচেলরের জন্য HSC, মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলর আর PhD প্রোগ্রামে ভর্ত হতে মাস্টার্স শেষ করতে হবে। অনেক সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আবেদনের উপরে ভিত্তি করে এন্ট্রান্স এক্সাম (Entrance Exam) নিতে পারে। আসলে আপনাকে কি কি যোগ্যতা প্রয়োজন সবটাই নির্ভর করবে আপনি যেখানে পড়তে যাবেন সেই বিশ্ববিদ্যালয়ের উপর।

আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এদেশে কোন আবেদন করতে সাধারণত IELTS স্কোর প্রয়োজন পড়ে না । কিন্তু, বিশ্ববিদ্যালয় ভেদে IELTS স্কোর (5.5 -6.5) চাইতে পারে।

আবার, অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আবেদন ফি বা ট্যাক্স বাবদ ২০ থেকে ৮০ ইউরো পর্যন্ত অর্থের প্রয়োজন পড়তে পারে।  

কোর্স সার্চ ও কোর্স নির্বাচন

অনলাইন মার্কেটিং কোর্স, এনার্জি সায়েন্স, অ্যাভিয়েশন,  ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালটি, ফ্যাশন, আর্ট,  বিজনেস স্টাডিজ, ডিজাইন স্টাডিজ, জার্নালিজম, ম্যানেজমেন্ট কোর্স, ল্যাংগুয়েজ কোর্স, মার্কেটিং, সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফুড এন্ড বেভারেজ স্টাডিজ, ফিল্ম মেকিং, ফাউন্ডেশন প্রোগ্রাম, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, গ্রাফিক্স কোর্স, ইত্যাদিসহ আরো নানা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। 

কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেনঃ  http://www.studyin.cz

বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া

এই দেশে বছরে সাধারণত ২ টা সেশানে অফার করে থাকে। একটি সেশনে আবেদনের সময় নভেম্বর/ডিসেম্বর এবং পরবর্তী সেশনে আবেদনের সময় এপ্রিল/মে হয়ে থাকে।

অবশ্যই কোর্স শুরু হবার ২/৩ মাস আগেই ভিসার জন্য আবেদন করবেন। কারণ ভিসা পেতে আপনাকে ২ থেকে ২.৫ মাস সময় লাগবে।

Image Source: Internet

চেক বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য নিম্নোক্ত ডকুমেন্টস প্রয়োজন পড়বেঃ

১। অনলাইন অ্যাপ্লিকেশন ও অ্যাপ্লিকেশন ফি ২০-৮০ ইউরো

২। পাসপোর্ট ও ২ কপি ছবি [ছবির সাইজ বিশ্ববিদ্যালয় থেকে জেনে নিতে হবে]

৩। সকল সার্টিফিকেট ও মার্কশীট [ বিশ্ববিদ্যালয়ের Requirement ডকুমেন্টসগুলো নোটারি কপি কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হতে পারে]

৪। IELTS স্কোর ৬.০ – ৬.৫ বা Medium of Instruction সার্টিফিকেট [বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বা কন্ট্রোলার অফ এক্সাম থেকে Medium of Instruction সার্টিফিকেট পেলে IELTS Score প্রয়োজন পরবে না]

৫। ইউরোপিয়ান ফরম্যাটে সিভি, মোটিভিশন লেটার ও ২ টি রেকমেন্ডেশন লেটার

৬। জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট [যদি প্রয়োজন হয়]


সকল ডকুমেন্টস বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ হবার আগেই পৌছাতে হবে বিশ্ববিদ্যালয়ের ঠিকানায়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার ১৫ থেকে ৩০ মিনিটের Entrance Exam বা Interview নিবে skype এর মাধ্যমে। তারপর ৭- ১০ দিনের মধ্যে আপনাকে জানিয়ে দিবে আপনার ফলাফল।

যদি আপনি তাদের পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আপনাকে  ইমেইল করে Offer Letter দিয়ে দাওয়া হবে। এরপর আপনাকে ১ বছরের অথবা ১ সেমিস্টারের টিউশন ফি দিতে বলা হবে। এই ফি প্রদান করলে আপনাকে এম্বেসী ফেস করার জন্য অফার লেটারের হার্ডকপি পাঠানো হবে। যদি আপনি কোন দৈব কারণে ভিসা না পান, তাহলে আপনার টিউশন ফি আপনাকে রিফান্ড করা হবে।

এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যদি ২-৩ মাস আগেই ভিসা প্রসেস শুরু না করেন, তবে হয়ত কাজ শেষ করতে আপনাকে বেগ পোহাতে হবে। কারণ, চেক প্রজাতন্ত্রে আবেদন প্রসেস করতে ৩ মাসের মত সময় লাগবে।

টিউশন ফি

আপনাকে কম টিউশন ফী সম্পন্ন চেক বিশ্ববিদ্যালয় খুঁজতে হবে। যেটা প্রতি বছরে ২০০০-২৫০০ ইউরো পর্যন্ত হতে পারে।

চেক রিপাবলিকে এডমিশেনর  ক্ষেত্রে প্রথম বছরের টিউশন ফী আপনাকে অগ্রিম পাঠাতে হবে। মাস্টার্স স্টাডি প্রোগ্রামের ক্ষেত্রে যদি আপনার টোটাল টিউশন ফী ৪৫০০ হয়, তাহলে প্রথম বছর  আপনাকে পাঠাতে হবে ২২৫০ ইউরো। চেকে গিয়ে আপনাকে বাকি ২২৫০ ইউরো মেনেইজ করতে হবে। আপনার অবশিষ্ট টিউসান ফী ৪-৬ কিস্তিতে বিশ্ববিদ্যালয়কে দিতে পারবেন।

যদি ভিসা না পান তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই টাকা আপনাকে ফেরত দিবে। তবে এই বিষয়ে সব কিছুই নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উপর। তাই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট, আর প্রয়োজনে এডমিশন অফিসে ভালো করে কথা বলে নিবেন।

International Student in Czech Republic
Image Source: Internet

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট

চেক প্রজাতন্ত্রের এম্বেসী বাংলাদেশে নেই- তাই আপনাকে ইন্ডিয়া গিয়ে কাজ করতে হবে। এজন্য সময় বেশী লাগবে তাই হময় হাতে নিয়েই ভিসার আবেদন করতে হবে। ভিসা আবেদনের জন্য আপনাকে চেক এমব্যাসি ভারত  হতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নিচের ডকুমেন্টস জোগাড় করে যেতে হবে ভিসা ইন্টারভিউয়ের জন্যঃ

১। পাসপোর্ট ও ২ কপি ছবি

২। লংটার্ম ভিসা ফর্ম

( ফর্মটি পাবেনঃ https://www.mzv.cz/jnp/en/information_for_aliens/visa_form/index.html )

৩। Accommodation (কমপক্ষে ৬ মাসের জন্য)

৪। ব্যাংক ডিটেইলস (আবেদনকারীর নামেই ৬২০০ ইউরো থাকতে হবে, পিতা-মাতা-ভাই-বোন হলে চলবে না)

৫। আবেদনকারীর নিজের নামে International Credit Card (ব্যাংক ডিলেইলস যে ব্যাংক থেকে নিতে হবে ক্রেডিট কার্ডও একি ব্যাংকের হতে হবে।)

৬। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (নোটারাইজড)

৭। অফার লেটার

৮। হেলথ ইনস্যুরেন্স

এখানে উল্লেখ্য যে, ব্যাংক ডিটেইলস ও পুলিশ ক্লিয়ারেন্স চেক ভাষায় অনুদিত হতে হবে। আপনি বাংলাদেশ থেকেও করাতে পারেন। তবে ইন্ডিয়া থেকে করালে আপনি ২ ঘন্টায় আপনাকে করে দিবে।

Visa Application - Czech Republic
Image Source: Internet

চেক এমব্যাসি ভারত, http://www.mzv.cz/newdelhi

চেক কনস্যুলেট বাংলাদেশ, http://www.czechrepublicbd.com/home

আবাসন ব্যবস্থাঃ

চেক প্রজাতন্ত্রে ভিসার জন্য আপনাকে ৬ মাসের আবাসন ব্যবস্থা বাংলাদেশে থাকা অবস্থায় করে যেতে হবে। আবাসনের জন্য আপনাকে মাসে ব্যয় করতে হবে ১১০- ১৫০ ইউরো।

আবাসনের জন্য কিছু প্রাইভেট অর্গানাইজেশনের খোঁজ দেওয়া হলঃ

Spolubydlici.cz |Forstudents.cz | Expats.cz | Sreality.cz

 

মাসিক খরচ এবং পার্ট টাইম জব এর সুযোগ

চেক প্রজাতন্ত্রে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম খরচে থাকা খাওয়া হয়ে যাবে। আপনি ২৫০ থেকে ৪০০ ইউরোর মধ্যে আপনার থাকা খাওয়া সহ যাবতীয় খরচ মেটাতে পারবেন।

এখান থেকে একটু ধারনা নিতে পারেন – https://www.studyin.cz/live-work/living-costs/

এই দেশে আপনি পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন সপ্তাহে ২০ ঘন্টা। ছুটিতে করতে পারবেন ফুল টাইম জব। কাজ পাবার জন্য চেক ভাষা জানলে সুবিধা পাবেন।   

Life in Czech Republic
Image Source: Internet

আবেদনের আগে সবার মনেই একটি কমন প্রশ্ন উঁকি দেয় – চেক রিপাবলিকে খণ্ডকালীন চাকুরী করে টিউশন ফী এবং লিভিং কস্ট  ম্যানেজ করা সম্ভব কি না?

এক কথায় বলা যায় বর্তমানে খণ্ডকালীন চাকুরীর সুযোগ ও সহজলভ্যতার দিক থেকে চেক রিপাবলিক অনেক ভাল অবস্থানে আছে। প্রাগ,বেরাউন সেটিতে নতুন পুরাতন বাঙালী কেউই জব ছারা নেই। চেক রিপাবলিকে বাঙালি,ইন্ডিয়ান, পাকিস্তানি, ভিয়েতনামিজ, ইসরাইলি সহ বিভিন্ন রেস্টুরেন্ট বা মিনি মার্কেটে কাজ করতে পারবেন। প্রতি ঘণ্টায় ৬৫-৭৫ ক্রাউন করে মুজুরি পাবেন।

নোটঃ প্রাগ,বেরাউন ব্যাতিত চেক রিপাবলিকের অন্যান্য সিটি গুলিতে খণ্ডকালীন চাকুরীর সুযোগ ও সহজলভ্যতা তেমন নেই।

কোর্স শেষে চাকুরীর সুযোগ ও স্থায়ী বসবাস

চেক প্রজাতন্ত্রে কোর্স শেষে আপনি ৯ মাসের জব সার্চ ভিসা পাবেন। আর আপনি যদি টানা ৫ বছর এই দেশে বসবাস করেন, তাহলে পারবেন নাগরিকত্বের জন্য আবেদন করতে। তবে এই ক্ষেত্রে পড়াশুনার সময়কালকে অর্ধেক ধরা হয়  ( ৩ বছরের কোর্স হলে ১.৫ বছর গণনা করা হবে) আর আপনাকে চেক ভাষায় হতে হবে দক্ষ ।

Life in Czech Republic
Image Source: Internet

তথ্যসুত্রঃ

লেখক/লেখিকা পরিচিতিঃ

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments