স্লোভাকিয়ায় উচ্চশিক্ষাঃ নিজেই করুণ নিজের আবেদন

পোল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, হাঙ্গেরী, ইউক্রেন – এই দেশগুলো ঘেরা মধ্য ইউরোপের ল্যান্ডলক দেশ স্লোভাকিয়া। এদেশের গুহা, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষদের এর দিকে টানে। তাইতো, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের কাছে এই দেশ খুবই জনপ্রিয়। বর্তমানে এই দেশ উচ্চশিক্ষার জন্য বেশ নাম করেছে সারাবিশ্বে। তাই আমরা আজ স্লোভাকিয়ায় উচ্চশিক্ষার সকল খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব।

So, GET! SET! GO!

কেন স্লোভাকিয়ায় পড়তে যাবেন?

স্লোভাকিয়ার আয়তন ৪৯,০০০ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ৫.৪ মিলিয়ন। এই দেশের রাজধানী ব্রাটিসলাভা আর অফিসিয়াল ভাষা স্লোভাক। এই দেশের মুদ্রার নাম ইউরো। মটর গাড়ি অর্থাৎ আটোমোবাইল ইন্ডাস্ট্রি-এর জন্য এই দেশ বিশ্ববাসীর কাছে বহুল পরিচিত আর এই ইন্ডাস্ট্রি এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আর বলাই বাহুল্য, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য জার্মানীর পরেই স্লোভাকিয়া পছন্দের দেশ- বিশেষত যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাদের জন্য।

Study in Slovakia
Image Source: Pixabay.com

স্লোভাকিয়ার আবহাওয়া মূলত শীতপ্রধান। তবে গ্রীষ্মকালে এই দেশের তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৯ ডিগ্রী সেলসিয়াসের মত ওঠে, আর শীতকালে মাইনাস (-) ১০ ডিগ্রী সেলসিয়াসেও নামতে দেখা যায়।

কোর্স সার্চ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন

স্লোভাকিয়ার উচ্চশিক্ষার সুনাম বিশ্বব্যাপী- কারণ এই দেশে রয়েছে World Ranking এ উপরের দিকে থাকা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। নিচে কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হলঃ

  1. Comenius University of Bratislava
  2. Slovak University of Technology in Bratislava
  3. Pavol Joszef Šafárik University
  4. University of Prešov
  5. University of Žilina

 

এই দেশে আপনি সকল সাবজেক্টেই পড়াশুনা করার সুযোগ পাবেন। আর্টস, বিজনেস অথবা ইঞ্জিনিয়ারিং যে কোন বিষয়েই পড়াশুনা করার সুযোগ পাবেন। যেহেতু, এই দেশে Mechanical  ও Electrical Engineering সাবজেক্টগুলোর চাহিদা বেশি- তাই আপনি এই বিষয়গুলো নিয়ে এই দেশে পড়াশুনা করলে পড়াচলাকালীন সময়ে Industry Attachment- এ ভালো সুযোগ ও অভিজ্ঞতা পাবেন। এখানে অনেক কোর্সই ইংরেজী ভাষায় অফার করা হয়। তাই স্লোভাক ভাষা না জানলেও আপনি ইংরেজী মাধ্যমে এই দেশে কোর্স নিতে পারবেন।

স্লোভাকিয়াতে পড়তে যাবার জন্য নূন্যতম যোগ্যতা

স্লোভাকিয়ায় পড়াশুনার জন্য আপনাকে IELTS বা TOEFL এর প্রয়োজন জয় না। তবে IELTS বা TOEFL থাকলে আপনি বারতি সুযোগ পাবেন। আর স্কলারশিপের দৌড়েও এগিয়ে থাকবেন। এদেশে আপনাকে ব্যাচেলর প্রোগ্রামে অংশগ্রহণ করতে অর্জন করতে হবে HSC আর মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে আপনার থাকতে হবে ব্যাচেলর আর পিএইচডি প্রোগ্রামে অংশ নিতে আপনার থাকতে হবে মাস্টার্স ডিগ্রী।

University in Slovakia
Image Source: Internet

ডকুমেন্টস সত্যায়ন

স্লোভাকিয়ার জন্য ডকুমেন্টস সত্যায়ন একটি জটিল প্রক্রিয়া।

(১) প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষা বোর্ড থেকে আপনার ডকুমেন্টস সত্যায়ন করিয়ে নিতে হবে।

(২) তারপর যেতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে ডকুমেন্টস সত্যায়নের জন্য।

(৩) এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডকুমেন্টস সত্যায়ন করতে হবে।

(৪) পরবর্তীতে আপনাকে যোগাযোগ করতে হবে, ঢাকাস্থ স্লোভাকিয়ার কনস্যুলেট অফিসে আর করিয়ে নিতে হবে ডকুমেন্টস সত্যায়ন। আপনি দিল্লিস্থ স্লোভাকিয়া এম্বেসী থেকেও ডকুমেন্টস সত্যায়ন করিয়ে নিতে পারবেন। ডকুমেন্টস সত্যায়নের সময় অবশ্যই আপনার অরিজিন্যাল ডকুমেন্টস কাছে রাখতে হবে। আর প্রতি পেজ সত্যায়ন করাতে আপনাকে দিতে হবে ২০ ইউরো করে।  

অনেক সময় বিশ্ববিদ্যালয় সত্যায়ন ছাড়াই ডকুমেন্টস একসেপ্ট করে। তাই আপনি বিশ্ববিদ্যালয়ে মেইল করে জেনে নিন- আপনার ডকুমেন্টস সত্যায়ন লাগবে কিনা আর লাগলেও কোন ধাপ থেকে আপনার ডকুমেন্টস সত্যায়ন প্রয়োজন পরবে।

ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

স্লোভাকিয়ায় সাধারণত Autumn সেশনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়ে থাকে। মার্চ থেকে এপ্লিকেশন নেওয়া শুরু হয়- আর শেষ হয় জুন মাসে। আর এই সেশনের ক্লাস শুরু হয় সেপ্টেম্বর বা মার্চ মাসে।

Students in Slovakia
Image Source: internet

প্রথমেই আপনাকে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনেক সময় ডাকযোগে ডকুমেন্টস পাঠাতে হতে পারে। তাই ভালো করে পড়ে ও দেখে নিন, প্রয়োজনে ই-মেইল করে সিউর হয়ে নিন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে আর কিভাবে সেই ডকুমেন্টস দিতে হবে। আবেদনের কিছু সাধারণ ডকুমেন্টসের তালিকা দেওয়া হল, কিন্তু মনে রাখবেন এই তালিকা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন ভিন্ন হতে পারেঃ

১। সত্যায়িত সকল একাডেমিক সার্টফিকেট এবং মার্কশীট

২। পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজের ছবি

৩। IELTS এর সনদ (বাধ্যতামূলক নয়)

৪। CV

৫। মোটিভিশন লেটার ও রিকমেন্ডেশন লেটার

টিউশন ফি

স্লোভাকিয়ায় পড়াশুনার খরচ মূলত ৫০০-১,০০০ ইউরো/ প্রতি বছর। অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য ৩,৫০০- ৪,০০০ ইউরো/ প্রতি বছর আর মেডিকেলের জন্য ৯,০০০-১২,০০০ ইউরো/ প্রতি বছর দিতে হতে পারে।

আর্থিক স্বচ্ছলতার প্রমাণ

স্লোভাকিয়ার ভিসা প্রাপ্তির জন্য আপনাকে ব্যাংকে সেদেশে এক বছর চলার মত পর্যাপ্ত অর্থের সংস্থান দেখাতে হবে। আর যদি আপনার খরচ বহন করে অন্য কোন স্পন্সর, তাহলে তাকে নোটারাইজড অংগীকারনামা ও ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট

বাংলাদেশে স্লোভাকিয়ার এম্বেসী নেই, কিন্তু কনস্যুলেট রয়েছে। যেহেতু বাংলাদেশে এম্বেসী নাই, তাই আপনাকে যেতে হবে ভারতের দিল্লিস্থ স্লোভাকিয়ার এম্বেসীতে। এজন্য আপনাকে আগে থেকেই নিতে হবে এপয়েন্টমেন্ট। ভিসা ফি দিতে হবে ৬০ ইউরো।

টেম্পোরারী রেসিডেন্স পারমিট ভিসার জন্য আবেদন করতে ভিজিট করুন –

https://www.mzv.sk/web/dilli-en

Visa Application - Slovakia
Image Source: Pixabay.com

প্রয়োজনীয় কাগজপত্রের লিস্ট নিচে দেওয়া হলঃ

১। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো Offer Letter

২। পাসপোর্ট [কমপক্ষে ৩ মাস মেয়াদ ও ২ টি ফাকা পেজ থাকতে হবে]

৩।ফটোগ্রাফ (৪.৫ সেঃমিঃ x ৩.৫সেঃমিঃ) – দুইটি

৪। মেডিক্যাল ইনস্যুরেন্স ও পুলিশ ক্লিয়ারান্স সার্টিফিকেট [অনধিক ৩ মাসের পুরাতন]

৫। ফ্লাইট রিজার্ভেসনের ডকুমেন্টস

৬। ব্যাংক স্টেটমেন্ট ও আর্থিক স্বচ্ছলতার ডকুমেন্টস

৭। জন্মনিবন্ধন সার্টিফিকেট [ইংরেজীতে হতে হবে]

৮। IELTS এর সনদ (যদি থাকে)

৯। CV, মোটিভিশন লেটার ও রিকমেন্ডেশন বা রেফারেন্স লেটার

১০। সকল সত্যায়িত মার্কশিট ও সকল সনদ

১১।স্কলারশিপের পেপার (যদি থাকে)

ভিসা পাওয়ার জন্য আপনাকে বসতে হবে ইন্টারভিউ এ। আর ভিসা পেতে সময় লাগবে সাধারণত ১৫ কার্যদিবস। কিন্তু মাঝে মাঝে এই সময় ৪-৬ সপ্তাহ পর্যন্ত হয়ে যায়।

 

ভারতের দিল্লিস্থ স্লোভাকিয়ার এম্বেসীর ঠিকানাঃ

50-M, Niti Marg, Chanakyapuri, New Delhi, India
Tel.:     +91 1126889071, +91 1126885340, +91 1126111075
Fax:     +91 1126877941 | Email:  [email protected]

স্লোভাকিয়ায় আবাসন ব্যবস্থা

প্রতিটি বিশ্ববিদ্যালয়েই রয়েছে হোস্টেলের ব্যবস্থা। যদি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আবাসন ব্যবস্থা করতে পারেন, তাহলে অনেক কম খরচেই থাকার খরচ মেটাতে পারবেন। আবাসনের জন্য তাই আগে থেকেই আবেদন করা বুদ্ধিমানের কাজ। স্লোভাকিয়ায় থাকা- খাওয়া বাবদ আপনার মাসিক খরচ হবে ৩৫০-৪০০ ইউরো।  

Life in Slovakia
Image Source: interent

পার্ট টাইম জব এর সুযোগ ও স্থায়ী বসবাস

স্লোভাকিয়ায় আপনি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার সুযোগ পাবেন। এই দেশে পার্ট টাইম জব পাওয়াটা অনেকটাই কঠিন। যদি স্লোভাকিয়া ভাষা জানা থাকে তাহলে, আপনি জব পেলেও পেতে পারেন- কিন্তু জবের পরিমাণ তুলনামূলক কম। মূলত স্থানীয় জনগণ এই জবগুলো বেশি পেয়ে থাকে।

আপনি স্লোভাকিয়ায় টানা ৫ বছর থাকেন তাহলে খাতা-কলমের হিসাবে PR এর পাওয়ার কথা। কিন্তু, বাস্তবে দেখা যায়, টানা ৮-১০ বছর থাকার পরই PR দেওয়া হয়। 

স্লোভাকিয়ায় PR পাওয়া আসলেই কঠিন কিন্তু কম খরচে ও বিনা IELTS এ ইউরোপে পড়তে চাইলে স্লোভাকিয়া হয়ে পারে উত্তম ডেস্টিনেশন। 

Life in Slovakia
Image Source: Pixabay.com

তথ্যসুত্রঃ

লেখক/লেখিকা পরিচিতিঃ

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments