অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ (অস্ট্রেলিয়ান ডেভলপমেন্ট স্কলারশীপ)

অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ প্রোগ্রাম অস্ট্রেলিয়ার সরকার দ্বারা পরিচালিত এমন এক প্রোগ্রাম, যার মাধ্যমে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে পারেন।এটি অস্ট্রেলিয়ান ডেভলপমেন্ট স্কলারশীপ(ADS)নামেও পরিচিত।

পারস্পাকির সহযোগিতা ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়ান সরকার এই স্কলারশিপ প্রোগ্রাম শুরু করে। এই স্কলারশিপ সম্পূর্ণ মেধার উপর ভিত্তি করে দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ থেকে বিসিএস, ব্যাংক, জুডিশিয়াল, এনজিও, প্রাইভেট ও পাবলিক সেক্টরের কর্মকর্তাবৃন্দ এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এছাড়া, নতুন উদ্যোক্তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছে।

এই স্কলারশিপ এর আওতায় অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে (TAFE) আন্ডারগ্রাজুয়েট অথবা পোস্টগ্রাজুয়েট করার সুযোগ দিয়ে থাকে। কিন্তু কোন কোন বছর বাংলাদেশ থেকে আবেদন চাওয়া হয় শুধুমাত্র মাস্টার্স ডিগ্রির জন্য। হালনাগাদ তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

স্কলারশিপ এর নাম

অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

এই স্কলারশিপ এর আওতায় আন্ডারগ্রাজুয়েট অথবা পোস্টগ্রাজুয়েট করার সুযোগ দেওয়া হয়।  কোন কোন বিষয়ে অধ্যয়ন করা যাবে তা জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে –

https://australiaawardsbangladesh.org/how-to-apply-2020/

দেশ এবং কর্তৃপক্ষ

অস্ট্রেলিয়ান সরকার। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ।

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ

 ১। সম্পূর্ণ টিউশন ফি, খরচ,

২। মাসিক জীবনযাত্রা ভাতা,

৩। যাতায়াত এর বিমান ভাড়া

৪। স্বাস্থ্যবিমা

৫। পৌছানোর পর এস্টাবলিশ ভাতা

৬। আভ্যন্তরীণ যাতায়াত ভাতা

আবেদনের যোগ্যতা

স্কলারশিপ পাবার  জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ

১। স্কলারশীপের আবেদন করার সময় আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।

২। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস এর ওয়েবসাইটে দেয়া তালিকাভূক্ত দেশের নাগরিক।

৩। অস্ট্রেলিয়ার নাগরিক বা নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে পারবে না।

৪। বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত হতে পারবে না।

৫। অস্ট্রেলিয়ায় অন্য কোনো দীর্ঘমেয়াদী অ্যাওয়ার্ড এর জন্য আবেদনকারী এবং এই সময়ে ২ বারের বেশী অস্ট্রেলিয়ার বাইরে না থাকা।

৭। নিজ দেশের কোনো একটি নির্দিষ্ট সেক্টরে সুনাম অর্জনকারী কোনো কাজ করা (কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট সময় কাজের অভিজ্ঞতা থাকা।

৮। IELTS এ থাকতে হবে ৬.৫।

Australia Awards Africa
Image Source: Internet

আবেদনের সময়সীমা

আবেদনের প্রক্রিয়ার জন্য মার্চ এপ্রিলে আবেদন গ্রহণ করা হয়। বিস্তারিত ওয়েব সাইট ঘেটে দেখতে পারেন।

https://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/australia-awards-scholarships-opening-and-closing-dates

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও মিডল ইস্টের দেশের নাগরিকগণ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। সম্পুর্ন লিস্ট –

https://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/participating-countries

আবেদন প্রক্রিয়া

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে হালনাগাদ বিস্তারিত ত থ্য জেনে নিন –

https://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/australia-awards-scholarships

তারপর যাচাই করুন আপনি এই সুযোগ লাভের উপযুক্ত কিনা । অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর খোঁজ নিন। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন। সর্বশেষ অনলাইনে আবেদন করতে হবে এখানে –

https://oasis.dfat.gov.au

আবেদন বেছে পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সবশেষে দেওয়া হবে রেজাল্ট।

সম্পুর্ন প্রয়োজনীয় ডকুমেণ্ট লিষ্ট জানতে ভিজিট করুণঃ https://australiaawardsbangladesh.org/how-to-apply-2020/

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুণঃ

https://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/how-to-apply-for-an-australia-awards-scholarship

তথ্যসুত্রঃ

লেখক/লেখিকা পরিচিতিঃ

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments