ফ্রান্সে পড়াশুনা করার জন্য আপনি যদি স্কলারশিপ চান, তাহলে আপনার জন্য সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ হল আইফেল এক্সেলেন্স স্কলারশিপ। এটি ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বেশ জনপ্রিয় একটি স্কলারশিপ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীগণ ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে পড়তে আসেন এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে।
স্কলারশিপ এর নাম
আইফেল এক্সেলেন্স স্কলারশিপ।
যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে
এই স্কলারশিপের আওতায় ১২ মাস থেকে ৩৬ মাস মেয়াদী মাস্টার্স প্রোগ্রাম ও ১০ মাস মেয়াদী পিএইচডি কোর্সের অর্থায়ন করা হয়ে থাকে।এই স্কলারশিপের আধীনে ইঞ্জিনিয়ারিং, ল’, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সাইন্স ও ইকোনোমিক্স পড়ার সুযোগ পাওয়া যায়।
দেশ এবং কর্তৃপক্ষ
মিনিষ্ট্রি অফ ফরেন এফেয়ার্স,ফ্রান্স
বৃত্তির সুযোগ সুবিধাসমূহ
স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ
১। মাসিক ভাতা (মাস্টার্সে ১১০০ ইউরো ও পিএইচডি-এ ১৪০০ ইউরো)
২। যাতায়ত বিমান ভাড়া
৩। স্বাস্থ্য বীমা, আবাসিক ও অন্যান্য ভাতা
মজার বিষয় এই স্কলারশিপে আপনাকে টিউশন ফী প্রদান করা হবে না।
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপে আবেদন করতে আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ
১। মাস্টার্স কোর্সে ৩০ বছর আর পিএইচডি কোর্সে সর্বোচ্চ ৩৫ বছর বয়স সর্বোচ্চ হতে পারবে।
২। ফ্রান্সের কোন নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
৩। পূর্বে কেউ স্কলারশিপ পেয়ে থাকলে আরেকবার আবেদন করতে পারবেন না। কিন্তু পূর্বে কেউ মাস্টার্সে এই স্কলারশিপ পেলে তিনি পিএইচডি-এর জন্য আবার তিনি আবেদন করতে পারবেন।
৪। শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজী অথবা ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন প্রক্রিয়া শুরু হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে।হালনাগাদ ডেডলাইন জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট –
https://www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence
যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য
বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের শিক্ষার্থীগণ আইফেল এক্সেলেন্স স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া
আইফেল এক্সেলেন্স স্কলারশিপ প্রাপ্তির জন্য আপনাকে ফ্রান্সের কিছু নমাকরা বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট আবেদন করতে হবে। ডিরেক্ট আবেদনের জন্য ফর্ম পূরণ করতে হবে এবং তখনি বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিতে হবে আপনি আইফেল এক্সেলেন্স স্কলারশিপ-এর জন্য আবেদন করতে চান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে আপনি স্কলারশিপ পেয়েছেন কি না? উল্লেখ্য যে, এই স্কলারশিপে শিক্ষার্থী সরাসরি আবেদন করতে পারবেন না। তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ফ্রেঞ্চ হাইয়ার এডুকেশন ইন্সটিটিউশন্সের মাধ্যমে আবেদন যেতে হবে।
এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবেঃ
১। Online আবেদন ফর্ম
২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
৩। রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন করে সীলড অবস্থায় দিতে হবে।
৪। SOP (Statement of Purpose)
৫। IELTS এর সনদ বা ফ্রেঞ্চ ভাষা দক্ষতার প্রমাণপত্র
৬। Work Experience Certificate (যদি থাকে)
৭। NID ও পাসপোর্টের কপি
আবেদন ও আরোও বিস্তারিত জানতে ভিজিট করুণঃ
https://www.campusfrance.org/en/eiffel-scholarship-program-of-excellence
ক্যাম্পাস ফ্রান্স বিদেশে ফরাসি উচ্চশিক্ষা প্রচারের এবং ফ্রান্সে বিদেশী শিক্ষার্থীদের এবং গবেষকদের স্বাগত জানানোর কাজে নিয়োজিত একটি সরকারি প্রতিষ্ঠান।
তথ্যসুত্রঃ
লেখক/লেখিকা পরিচিতিঃ
সংশ্লিষ্ট আর্টিকেল সমুহঃ
- স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ - হাঙ্গেরিতে… হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। এটি মধ্যে ইউরোপের…
- ব্রেক্সিট–পরবর্তী নতুন নিয়মে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা ব্রেক্সিট–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবে যুক্তরাজ্যের সরকার বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার…
- রাশিয়ায় উচ্চশিক্ষাঃ নিজেই করুণ,নিজের আবেদন ইউরোপ-আমেরিকার ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা অনেক উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য হয়ে ওঠে…
- আয়ারল্যান্ডে উচ্চশিক্ষাঃ নিজেই করুণ, নিজের আবেদন নিজেই করুণ নিজের আবেদনের আজকের পর্ব সাজানো হয়েছে বিশ্বের অন্যতম…