১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্ববধানে শুরু হয় ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ। এই স্কলারশিপে কমপক্ষে ২ টি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এখানে প্রায় ১২০-এর অধিক সাবজেক্ট বা কোর্স রয়েছে। এই প্রোগ্রাম কাজের অভিজ্ঞতা, গবেষণাপত্র, কো-কারিকুলাম এক্টিভিটি থেকে শুরু করে সকল বিষয়েই গুরুত্ব দেওয়া হয়। মনে রাখবেন, এই প্রোগ্রামে আপনি সর্বোচ্চ ৩টি বিষয়ে পড়াশুনা করতে পারবেন। তিন’শর বেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২৮৫ টি প্রোগ্রামে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
স্কলারশিপ এর নাম
ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ
যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে
এই স্কলারশিপে আপনি মাস্টার্স প্রোগ্রামে রয়েছে ১১৬টি কোর্স আর পিএইচডি-এ রয়েছে ১২৯টি কোর্স। এগ্রিকালচার, ভ্যাটেনারী, ইঞ্জিনিয়ারিং, মানুফাকচার ও কনস্ট্রাকশন, হেলথ ওলেথ ফেয়ার, হিউমানিটি, আর্টস, সাইন্স, মাথেমাটিক্স, কম্পিউটিং, সোস্যাল সাইন্স, বিজনেস, ল’- এই সকল স্টাডি ফিল্ডে আপনি পড়াশুনা করতে পারবেন।
ইরাসমুস মুন্ডুস মাস্টার্স কোর্সসমূহ : https://eacea.ec.europa.eu/erasmus-plus/emjmd-catalogue_en এবং
ইরাসমুস মুন্ডুস পিএইচডি: https://ec.europa.eu/research/mariecurieactions/
(২০১৪ সালের পর থেকে ইরাসমুস মুন্ডুস পিএইচডিসমূহ Marie Skłodowska-Curie Actions এর অধীনে প্রদান করা হচ্ছে)
দেশ এবং কর্তৃপক্ষ
ইউরপীয় ইউনিয়ন
বৃত্তির সুযোগ সুবিধাসমূহ
স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ
১। টিউশন ফি
২। মাসিক জীবনযাত্রার ব্যয়
৩। যাতায়ত এর বিমান ভাড়া
৪। স্বাস্থ্য বীমা
আবেদনের যোগ্যতা
স্কলারশিপের জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ
১। সাবজেক্ট অনুযায়ী যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনি যে বিষয়ে পড়তে চাচ্ছেন সে বিষয়ে পড়তে কি কি যোগ্যতা লাগে, সেটা খেয়াল করতে হবে।
২। IELTS এ থাকতে হবে। আপনি যে বিষয়ে আবেদন করছেন সে অনুযায়ী আপনার IELTS Score প্রয়োজন পড়বে। সাধারণত IELTS score 6.0 চাওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে IELTS ছাড়াও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে Medium of Instruction (English) সার্টিফিকেট জমা দিতে হবে।
৩। একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে। গবেষণাপত্র থাকলে সুবিধা হবে।
আবেদনের সময়সীমা
আবেদনের প্রক্রিয়া শুরু হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। প্রত্যেক কোর্সের জন্য সময় সীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবেদনের হালনাগাদ সময় সীমা জানতে –
https://eacea.ec.europa.eu/erasmus-plus/library/scholarships-catalogue_en
যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য
ইউরোপীয় ও নন-ইউরোপীয় সবাই এই কোর্সে আবেদন করতে পারবে।
আবেদন প্রক্রিয়া
ইরাসমাস মুন্ডাস-এর ওয়েব সাইট থেকে কোর্স বেছে সেই কোর্সে আবেদন করতে হবে। সেই সময় আপনি স্কলারশিপের জন্যও ফর্ম পূরণ করবেন। এরপর কর্তৃপক্ষ আপনার আবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। আবেদন করার জন্য কোনো প্রকার ফি দিতে হয় না।
স্কলারশিপ প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবেঃ
১। Online আবেদন ফর্ম
২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
৩। রিকমেন্ডেশন লেটার
৪। Motivation Letter and Euro pass Format CV (http://europass.cedefop.europa.eu/ – এই লিংক থেকে Europass ফরম্যাট সম্পর্কিত বিস্তারিত জানা যাবে।)
৫। IELTS এর সনদ
৬। Work Experience Certificate
৭। NID ও পাসপোর্টের কপি
আবেদন করতে ভিজিট করুণঃ
তথ্যসুত্রঃ
লেখক/লেখিকা পরিচিতিঃ
সংশ্লিষ্ট আর্টিকেল সমুহঃ
- স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ - হাঙ্গেরিতে… হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। এটি মধ্যে ইউরোপের…
- ব্রেক্সিট–পরবর্তী নতুন নিয়মে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা ব্রেক্সিট–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবে যুক্তরাজ্যের সরকার বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার…
- রাশিয়ায় উচ্চশিক্ষাঃ নিজেই করুণ,নিজের আবেদন ইউরোপ-আমেরিকার ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা অনেক উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য হয়ে ওঠে…
- আয়ারল্যান্ডে উচ্চশিক্ষাঃ নিজেই করুণ, নিজের আবেদন নিজেই করুণ নিজের আবেদনের আজকের পর্ব সাজানো হয়েছে বিশ্বের অন্যতম…