মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি (জাপান)

জাপান উচ্চশিক্ষার এক অন্যতম জনপ্রিয় স্থান। আর এই দেশে উচ্চশিক্ষায় প্রণোদনা দেওয়ার জন্য দেওয়া হয় অনেক স্কলারশিপ। জাপানের অন্যতম জনপ্রিয় ও প্রথিতযশা স্কলারশিপ প্রোগ্রাম হল মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি। এটি মনবুশো, মেক্সট নামেও পরিচিত। এই স্কলারশিপ প্রোগ্রামে যাত্রা শুরু করে ১৯৫৪ সাল থেকে। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাপানী বিশ্বিদ্যালয়ে অধ্য্যনের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যায়। অথবা, সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেও আবেদন করা যায়।

স্কলারশিপ এর নাম

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি (জাপান)

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

এই স্কলারশিপে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য শিক্ষা সহায়তা পাওয়া যায়। এই স্কলারশিপ প্রোগ্রাম সাতটি ক্যাটেগরীতে দেওয়া হয়, যেমনঃ রিসার্চ স্টুডেন্ট, টিচার্স ট্রেনিং স্টুডেন্ট, আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট, জাপানীজ স্টাডিস স্টুডেন্ট, কলেজ অফ টেকনোলোজী স্টুডেন্ট, প্রোফেশন্যাল ট্রেনিং কলেজ স্টুডেন্ট এবং ইয়াং লিডার প্রোগ্রাম স্টুডেন্ট।

দেশ এবং কর্তৃপক্ষ

জাপান। Ministry of Education, Culture, Sports, Science and Technology  (MECSST)

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি-এর  আওতায় আপনি যা যা পাবেনঃ

     ১। টিউশন ফি ও পরীক্ষার ফি

     ২। জীবনযাত্রা নির্বাহের জন্য মাসিক ভাতা

     ৩। যাতায়ত এর বিমান ভাড়া

আবেদনের যোগ্যতা

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ

১। PhD. বা Masters এ আবেদনের জন্য আপনার বয়স সীমা ৩৫ বছরের নীচে থাকতে হবে। আর অন্য প্রোগ্রামে আবেদন করতে ১৭/১৮ থেকে ২৫/৩০ বছরের মধ্যে থাকতে হবে।  

২। মাস্টার্স বা পিএইচডি তে আবেদনের জন্য মেক্সটের নিজস্ব সিজিপিএ মানদন্ডে মোট ৩ এর মধ্যে ২.৩০ থাকতে হবে। তাও সেই ফল আবার সর্বেশেষ দুই একাডেমিক বছরের গড় হতে হবে।

আবেদনের সময়সীমা

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় মার্চের শেষে বা এপ্রিলের মাঝামাঝি সময়। আবেদনের হালনাগাদ সময়সীমা জানতে নিম্মোক্ত ওয়েবসাইট এর সাহায্য নিতে পারেন-

https://www.bd.emb-japan.go.jp/itpr_en/education.html

MEXT Scholar
Image Source: Internet

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

১৯৫৪ সাল থেকে শুরু করে এখন সারা বিশ্বের প্রায় ১৬০টির মতন দেশ থেকে আসা ছাত্রদের জন্য এই বৃত্তির ব্যবস্থা করেছে জাপানি সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত। 

আবেদন প্রক্রিয়া

আবেদনের প্রথম পদ্ধতিঃ প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করে তারপর সকল কাগজপত্র দিয়ে বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মনে রাখবেন, ডকুমেন্টস খামে প্রেরক ও প্রাপকের নাম/ ঠিকানা, আইডি ও ট্রাকিং নাম্বার ও প্রোগ্রামের নাম বাংলায় নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবেঃ

Joint Secretary (Scholarship)
Ministry of Education, Room No-1706, Building No-06
Bangladesh Secretariat, Dhaka- 1000

এই বৃত্তির সার্কুলার বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিস্তারিত জানতে জাপান দূতাবাসের সাথে যোগাযোগ করুনঃ [email protected]

আবেদনের দ্বিতীয় পদ্ধতিঃ প্রথমে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ল্যাব প্রধানকে ই-মেইল করে নিজের গবেষণা সমন্ধে জানাতে হবে। যদি প্রফেসর রাজী হন, তাহলে আপনি মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তির মাধ্যমে জাপানে পড়তে আসতে চান, এ ব্যাপারে কনভিন্স করুন। তখন তারা আপনআকে ইন্টারভ্যু নিবে এবং আপনি তাদের কনভিন্স করতে পারলে প্রফেসর বিশ্ববিদ্যালয়কে জানাবে আর তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে আপনাকে স্কলারশিপ পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে।

ই-মেইলের আপনার Academic Transcript ও Curriculum Vitae অবশ্যই যুক্ত করবে। আর ই-মেইলে Self- Introduction, Academic Degree, Result, Research Interest and Why you interest to him (Professor) সম্পর্কে ২০০-২২০ শব্দের মধ্যে লিখলেই ভাল।

মনবুকাগাকুশো বা মেক্সট বৃত্তি প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবেঃ

১। আবেদন ফর্ম

২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট

২। রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন করে সীলড অবস্থায় দিতে হবে। 

৭। NID  

৮। পাসপোর্টের কপি 

 

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করবে। এরপর জাপান দূতাবাস লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেবে এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক হলঃ

Official website: https://www.mext.go.jp/

তথ্যসুত্রঃ

লেখক/লেখিকা পরিচিতিঃ

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments