তুলনামূলক কম খরচে উন্নত শিক্ষার সুব্যবস্থা রয়েছে রাশিয়ায়। এদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ওয়ার্ল্ড রাঙ্কিং এর শীর্ষ সারিতে অবস্থান করছে। প্রতি বছর রাশিয়ান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিপুল পরিমাণ বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো ‘রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ’। এ বৃত্তির অধীনে শতভাগ ফান্ডিং পেতে হলে আপনাকে পড়তে হবে রাশিয়ান ভাষায়। চিন্তা নেই, বৃত্তি পেয়ে গেলে ওদের খরচেই মূল কোর্সের পূর্বে ৭ মাস রাশিয়ান (রুশ) ভাষা ও ২ মাস রাশিয়ান সংস্কৃতির ওপর কোর্স করেতে হবে।
স্কলারশিপ এর নাম
রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ / রাশিয়ান সরকারি বৃত্তি
যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে
এই স্কলারশিপএর আওতায় আপনি পিএইচডি, মাস্টার্স, কিম্বা ব্যাচেলর কোর্স করতে পারবেন।
স্নাতক বা আন্ডারগ্রাজুয়েট লেভেলে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ের ১৫ এর অধিক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বিষয় তালিকায় প্রকৌশলবিদ্যার সাথে আছে চিকিৎসাবিদ্যাও। তবে সেখানে ৬ বছর মেয়াদী ডিগ্রিটি এমবিবিএস নয়, ডক্টর অব মেডিসিন (এমডি), যেটি বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল এসোসিয়েশন কর্তৃক স্বীকৃত। ডিগ্রিটির বিশেষত্ব হচ্ছে, এটি শেষ করে আপনি চাইলে প্রাইভেট প্র্যাক্টিসও করতে পারবেন, আবার সরাসরি বিজ্ঞানী হিসেবে ওষুধ ও স্বাস্থ্যে গবেষণা করতে পারবেন। সার্কুলার প্রকাশিত হলে বিষয় তালিকা থেকে বিষয় পছন্দ করতে পারেন।
দেশ এবং কর্তৃপক্ষ
রাশিয়া। রাশিয়ান সরকারি বৃত্তি Minitry of Education and Science of the Russian Federation থেকে প্রদান করা হয়।
বৃত্তির সুযোগ সুবিধাসমূহ
স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ
১। টিউশন ফি
২। পরীক্ষার ফী
৩। বিনামুল্যে বই ( ফেরতযোগ্য )
৪। আংশিক মাসিক ভাতা ও একোমোডেশন ভাতা
কিন্তু জীবনযাপন, হেলথ-ইনস্যুরেন্স ও অন্যান্য খরচ শিক্ষার্থীকেই বহন করতে হয়। বিশ্ববিদ্যালয় থেকে নামমাত্র মূল্যে আবাসন দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে হাত খরচ বাবদ কিছু বৃত্তি দেওয়া হয়। তাতে টুকিটাকি খরচ চলে যায়।
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপের জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ
১। ব্যাচেলর বা স্পেশালিস্ট কোর্সের বৃত্তির জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি পেতে হবে।
২। মাস্টার্স কোর্সের জন্য এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রথম শ্রেণি ও অনার্স বা সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকা অত্যাবশ্যক।
আবেদনের সময়সীমা
আবেদনের প্রক্রিয়ার শুরু হয় মার্চ থেকে মে- এর মধ্যে। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে ওয়েব সাইট ঘেটে দেখতে পারেন।
যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য
বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীকে প্রথমেই সকল কাগজপত্র (একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট, পাসপোর্ট ও জন্মসনদ) শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এরপর সকল কাগজ রাশিয়ান ভাষায় অনুবাদ করে সেটা রাশিয়ান দূতাবাস থেকে সত্যায়িত করতে হবে। এরপর কাগজপত্র গুলো শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
শেষ ধাপে সমস্ত কাগজের ন্যূনতম চার কপি নোটারি করতে হবে। এছাড়া মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন—যাতে আপনার এইচআইভি ও অন্যান্য জটিল কিছু রোগব্যাধি নেই প্রমাণ করা হবে।
এরপর সর্বোচ্চ জিপিএ ও সিজিপিএ’র ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক ও ক্ষেত্রবিশেষে প্রয়োজনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাথমিকভাবে চূড়ান্ত নির্বাচিত করা হয়।
এই নির্বাচন প্রক্রিয়াটি করে থাকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।
স্কলারশিপ প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবেঃ
১। Online আবেদন ফর্ম
২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
৩। রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন করে সীলড অবস্থায় দিতে হবে।
৪। SOP (Statement of Purpose)
৫। জন্ম সনদ
৬। Work Experience Certificate (যদি থাকে)
৭। NID ও পাসপোর্টের কপি
প্রয়োজনিয় ওয়েবসাইট সমুহঃ
http://en.russia.edu.ru | https://future-in-russia.com | https://racus.ru
তথ্যসুত্রঃ
- https://www.10minuteschool.com/blog/5-best-undergraduate-scholarship/
- https://www.banglanews24.com/education/news/bd/552726.details
- https://www.thedailycampus.com/scholarship/18198/রাশিয়ায়-উচ্চশিক্ষার-স্কলারশিপের-সুযোগ-
- https://bangla.youthop.com/scholarships/russian-government-scholarships-international-students-russia
- https://www.bangladeshtoday.net/রাশিয়ায়-স্কলারশীপে-উচ্চশ/
- https://roar.media/bangla/main/education/6-popular-foreign-full-fund-scholarships-for-undergraduate-level
লেখক/লেখিকা পরিচিতিঃ
সংশ্লিষ্ট আর্টিকেল সমুহঃ
- স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ - হাঙ্গেরিতে… হাঙ্গেরি ইউরোপের একটি অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত। এটি মধ্যে ইউরোপের…
- ব্রেক্সিট–পরবর্তী নতুন নিয়মে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা ব্রেক্সিট–পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবে যুক্তরাজ্যের সরকার বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার…
- রাশিয়ায় উচ্চশিক্ষাঃ নিজেই করুণ,নিজের আবেদন ইউরোপ-আমেরিকার ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা অনেক উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য হয়ে ওঠে…
- আয়ারল্যান্ডে উচ্চশিক্ষাঃ নিজেই করুণ, নিজের আবেদন নিজেই করুণ নিজের আবেদনের আজকের পর্ব সাজানো হয়েছে বিশ্বের অন্যতম…